ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উদীচীর কেন্দ্রীয় অফিসে আ’গুন

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টা ৪২ মিনিটে দুর্বৃত্তরা ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট সক্রিয় রয়েছে।

তিনি আরও জানান, এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন