দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য সম্প্রতি দূতাবাসে আবেদন করেছিলেন, যা আজ হাতে পেয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের কন্যা জাইমা জারনাজ রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যাটাসে জাইমা জারনাজ রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
দলীয় সূত্র জানায়, ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেদিন দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিমানবন্দরের প্রটোকল, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। তারা সরেজমিনে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন।




