গত বৃহস্পতিবার রাতে ঢাকার প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক পর্যায়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই পরিস্থিতি মনিটর করছে এবং বাংলাদেশের কর্তৃপক্ষকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার সময় সাংবাদিকরা কার্যালয়ের ভিতরে আটকা পড়েছিলেন। পরে নিরাপত্তা বাহিনী তাঁদের উদ্ধার করে।
সিপিজে আরও জোর দিয়ে বলেছে, তারা ঘটনার বিকাশের ওপর নজর রাখছে এবং বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সংবাদকর্মীদের নিরাপত্তা ও হামলার দায়ীদের শাস্তি নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছে।




