আগামীকাল শহিদ ওসমান হাদির নামাজে জানাজা পূর্ব ঘোষিত আড়াইটা সময়ের পরিবর্তে বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এর আগে জানানো হয়েছিল যে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে, তবে সাম্প্রতিক সমন্বয় অনুযায়ী সময় পরিবর্তন করা হয়েছে।
শহিদ ওসমান হাদির শেষ শ্রদ্ধাঞ্জলিতে অংশ নিতে আসা সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে তারা কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু সঙ্গে নিয়ে আসবেন না। এটি যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। সংসদ ভবন ও তার আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।




