ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে শেষবারের মতো দেখতে ঢাবিতে উৎসুক জনতার ভীড়

আততায়ীর গুলিতে নিহত হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জড়ো হয়েছে উৎসুক জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদীর মরদেহ দেশে আসার খবর শুনে সেখানে মানুষ জড়ো হওয়া শুরু করে।

তবে, প্রথমে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিমানবন্দর থেকে হাদীর মরদেহ ঢাবিতে আনার ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ইনকিলাব মঞ্চ জানায়, “শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

পরিবারের দাবীর ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন