ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরল শহীদ হাদির মরদেহ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইট। দীর্ঘ যাত্রা শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

মরদেহ পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সর্বসাধারণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বিকেলে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংগঠনটি জানায়, জুলাই আন্দোলনের সাহসী এই নেতাকে শেষ বিদায় জানাতে বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অকুতোভয় এই যোদ্ধাকে গ্রহণ করতে নেতাকর্মী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তার মৃত্যুতে ইনকিলাব মঞ্চসহ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন