ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নজরুলের কবরের পাশে দাফন করা হবে হাদিকে: ইনকিলাব মঞ্চ

শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহিদ ওসমান হাদীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

এই সিদ্ধান্তের কারণে আজ নয়, আগামীকাল মিছিলসহ শহিদ হাদীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানানো হয়েছে।

এদিকে আজ ও আগামীকাল ছাত্র-জনতাকে শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলনকে বিভ্রান্ত বা সহিংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি শহিদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন