বায়ু দূষণ সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। মিয়ানমারের ইয়াঙ্গুনসহ পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু, ভারতের দিল্লিকে ছাড়িয়ে সবার ওপরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
এয়ার ভিজ্যুয়ালের ওয়েবসাইটের তথ্য বলছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় এক নম্বরে রয়েছে ঢাকা। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে শহরটি। এর আগেও, কয়েকবার তালিকায় প্রথম স্থানে অবস্থান ছিলো ঢাকার।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩৭০। যা মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং বিপদজনক। আর, দুই নম্বরে থাকা ইয়াঙ্গুন শহরের স্কোর ১৯৪, যা ঢাকার চেয়ে প্রায় অর্ধেক কম। তিনে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১৯৩।
আনন্দবাজার/তাঅ