ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল নেতাকর্মীদের যে বার্তা দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে। দলটি জানিয়েছে, স্থানীয় পর্যায়ে সকল স্তরের নেতাকর্মীরা সুশৃঙ্খল বিক্ষোভ আয়োজন করবেন।

শুক্রবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে তৃণমূল নেতাকর্মীদের জন্য বার্তা প্রকাশ করেন।

ওই পোস্টে তৃণমূল নেতাকর্মীদের জন্য বার্তা দিয়ে আখতার হোসেন বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার, জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ।

আখতার হোসেন সতর্ক করেন, “বিক্ষোভ চলবে, তবে কোনোভাবেই বিশৃঙ্খলার সাথে জড়ানো যাবে না। বিভিন্ন গ্রুপ আন্দোলনে অনুপ্রবেশ করে স্যাবটাজ করতে চাইছে। তাই তৃণমূলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।”

তিনি আরও যোগ করেন, “প্রতিবাদী বক্তব্য প্রকাশ করা যাবে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না। জনসাধারণকে সচেতন রাখাও আমাদের দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন