ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা মো. তাহিরুজ্জামান আকাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ঢাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ দৈনিক আনন্দবাজারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে ওই শিক্ষার্থী অসুস্থ হলে তাকে প্রথমে ঢাবি মেডিকেলে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসেন আকাশ। বিকাল সাড়ে তিনটায় পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষা শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে না ফেরার দেশে চলে যান ওই শিক্ষার্থী।




