জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি এক শোকবার্তায় এ কথা জানান।
শোকবার্তায় ফরিদা আখতার উল্লেখ করেছেন, শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বরের অধিকারী। সবসময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে হাদি ছিলেন যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। তার অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




