ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হামলার শিকার দুই সংবাদমাধ্যমের ভবন পরিদর্শন করলেন আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা দেশের দুই সংবাদমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার (১৯ ডিসেম্বর) ঘটনাস্থলে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পরিদর্শনকালে আইজিপি প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবনসংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত অবস্থা সম্পর্কে অবহিত হন। তবে এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একই দিন উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরপরই এই সহিংস ঘটনার সূত্রপাত ঘটে।

সংবাদটি শেয়ার করুন