ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির শাহবাগের কর্মসূচি স্থগিত করে যা জানালেন নাহিদ

দেশের চলমান সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুমার নামাজের পর ঢাকায় শাহবাগে নির্ধারিত অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিবৃতিতে তিনি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বাড়তি সচেতন থাকতে হবে। তার ভাষ্য অনুযায়ী, গতকালের মতো আবারও ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করতে পারে জুলাইবিরোধী শক্তিগুলো।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরোধী। জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও বিকল্প কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

সংবাদটি শেয়ার করুন