ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই কর্মসূচি স্থগিত, জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আজ শুক্রবার নির্ধারিত বিএনপির দুটি দলীয় কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এর মধ্যে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলটির দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আজকের পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং একই দিনে রাতে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন