ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সরকারের কঠোর বার্তা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নাগরিকদের প্রতি সব ধরনের সহিংসতা ও উসকানির বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারের পক্ষ থেকে দেশের সব নাগরিককে অনুরোধ জানানো হচ্ছে—কিছু বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড সরকার স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।

সরকার আরও জানায়, দেশের ইতিহাসের এই সংবেদনশীল সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অল্প কিছু বিশৃঙ্খল সৃষ্টিকারীর কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই থামতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ পথ উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে।

বিবৃতিতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই অঙ্গীকারের সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ ও আদর্শ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীল আচরণ এবং ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করাই একমাত্র পথ।

সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে সরকার জানায়, সংবাদকর্মীদের ওপর আক্রমণ মানেই সত্য ও গণতন্ত্রের ওপর আঘাত। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেওয়া হয়।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার স্পষ্ট করে জানায়, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কোনো জায়গা নেই। এ ঘটনায় জড়িত অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতির শেষাংশে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে সরকার বলেছে, এই সংকটময় সময়ে প্রত্যেক নাগরিককে সহিংসতা, উসকানি ও ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হাদির আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন