আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে, এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আফগানিস্তানে সম্প্রতি একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে।
গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।
এছাড়া আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২,২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৪,০০০ জন আহত হন, যেখানে কুনার প্রদেশ বিশেষভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়।




