ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের সমবেদনা প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার মার্কিন দূতাবাস গভীর শোক প্রকাশ করেছেশুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় দূতাবাস জানায়, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি লাগে।

তিনি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন