ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছেআগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল

আজ  শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার আগামীকাল শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই রাষ্ট্রীয় শোক পালনে এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন