ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছেবৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হন। তারা নানা স্লোগান দিতে দিতে পত্রিকাটির প্রকাশনা ভবন, প্রথমা বিল্ডিংয়ে ভাঙচুর চালায়। ওই ভবনে পত্রিকাটির ফিচার ও হিসাব শাখা ছিল।

সরেজমিনে দেখা যায়, ছাত্র-জনতা ভবনের প্রবেশপথ ও ভেতরের অংশে হামলা চালায়। এতে জানালার কাচ ভেঙে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে আগুন লাগানো হয়। ছাত্র-জনতা প্রকাশনা ভবনের নীচতলায় থাকা পুরোনো পত্রিকা ও অন্যান্য কাগজপত্র রাস্তায় ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েকটি কম্পিউটার ও আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

এরপর রাত ১টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনের নিচতলায় আগুন লাগানো হয়। আগুন দ্রুত দাউ দাউ করে জ্বলে ওঠে। এ সময় ভবনে থাকা সাংবাদিক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।

ঘটনার কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেটগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুটি পত্রিকার কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন