ঢাবি প্রতিনিধি: সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা সহ সর্বস্তরের ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদীর মৃত্যুর খবর শোনার পরপরই বিক্ষোভ নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন তারা। এ ঘটনায় সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ সময় তাদের “আমরা সবাই হাদী হবো–যুগে যুগে লড়ে যাবো, হাদী ভাইয়ের রক্ত–বৃথা যেতে দেবো না, ভারতীয় আগ্রাসন–ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারত যাদের মামার বাড়ি–বাংলা ছাড়ো তাড়াতাড়ি, হাদী ভাই মরলো কেন–প্রশাসন জবাব দে, বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।




