বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় আসবেন। সে কারণে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার আগ্রহ প্রকাশ করেছে দলটি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধের কথাও চিঠিতে জানানো হয়।
রেল মন্ত্রণালয়ের কাছে কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা এবং কুড়িগ্রাম–রংপুর–ঢাকা রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি জোর প্রস্তুতি চালাচ্ছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক রূপ দিতে সারাদেশের নেতাকর্মীরা ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।




