ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীসহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি, দেশের বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা বিষয়ে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকদের জানান, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং তাদেরকে পর্যবেক্ষক হিসেবে প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হবে। ব্রিফিংয়ে ঢাকায় প্রায় চল্লিশজন কূটনীতিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন