ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে হাদির অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে পরিবার

জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এ অস্ত্রোপচারের অনুমতি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিন এসব তথ্য জানান। পোস্টে বলা হয়েছে, বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, সকলকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে যাতে আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। এছাড়া যদি ওসমান হাদি শহীদের কাতারে শামিল হন, তবে স্বাধীনতাকামী জনগণকে সার্বভৌমত্ব রক্ষা করতে শাহবাগে একত্র হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে খুনিরা গ্রেপ্তার না হলে শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। যদি খুনি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে যেকোনো মূল্যে ফেরত আনতে হবে।

এর আগে, বুধবার রাতেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য ঢাকা-৮ প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার গুরুতর সংকট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন