ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ ডিসেম্বর সকালে মেয়েকে নিয়ে ফিরছেন তারেক রহমান

দীর্ঘদিন পর দেশে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

আব্দুস সাত্তার আরও বলেন, লন্ডন থেকে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় আসবেন।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন