ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন এমপিরা

প্রত্যেক নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণ নিজ এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন। এলাকায় সংসদ সদস্যদের পরামর্শ  অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ একটি প্রকল্প চলমান আছে, যা জুন ২০২০-এ সমাপ্ত হবে এবং ২০ কোটি টাকা বরাদ্দ রেখে ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ অনুমোদন প্রক্রিয়াধীন ।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন