ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন স্টারস: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (BBL) পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে হোবার্ট হারিকেনস ও মেলবোর্ন স্টারস। মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মেলবোর্ন স্টারসের অধিনায়ক।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের ইনিংসে অর্ধেক পথ পেরোনোর আগেই চাপের মুখে পড়ে হোবার্ট হারিকেনস। প্রথম ১০ ওভার শেষে দলটি ৩ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে।

ড্রিঙ্কস ব্রেকে ম্যাচের বর্তমান অবস্থা

১০ ওভার শেষে ম্যাচে ড্রিঙ্কস ব্রেক চলছে। এই সময়ে হোবার্ট হারিকেনসের রানরেট দাঁড়িয়েছে ৭.৫০। ইনিংসের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও মাঝের ওভারগুলোতে ব্যাটাররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

হোবার্ট হারিকেনস: ৭৫/৩ (১০ ওভার)
টস: মেলবোর্ন স্টারস (ফিল্ডিং)
ভেন্যু: মেলবোর্ন, অস্ট্রেলিয়া

বোলারদের নিয়ন্ত্রণ, পার্টনারশিপ গড়ার চেষ্টা

মেলবোর্ন স্টারসের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে হোবার্টকে চাপে রাখে। দ্রুত ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের দখল প্রতিষ্ঠা করে তারা। অন্যদিকে হারিকেনস শিবিরের বর্তমান ব্যাটাররা বড় একটি জুটি গড়ে তোলার চেষ্টা করছেন।

লক্ষ্য থাকবে শেষ ১০ ওভারে ঝড়ো ব্যাটিং করে ১৬০–১৭০ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করানো।

দ্বিতীয় ইনিংসে সুবিধা পেতে চায় স্টারস

মেলবোর্নের কন্ডিশনে সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হয়ে ওঠে। তাই মেলবোর্ন স্টারস চাইবে হোবার্ট হারিকেনসকে দ্রুত অলআউট করে লক্ষ্যটিকে নিজেদের নাগালের মধ্যেই রাখতে।

খেলাটি সরাসরিদেখতে এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন