ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আইনি ব্যবস্থা নেবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে বলেন ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত লাগে – এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় সতর্ক রয়েছে।

মসিউর রহমান রাঙ্গা তার প্রশ্নে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধের ব্যাপারে এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানান।তবে এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে এবিষয়ে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডিও মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ একটি স্বাধীন, স্বার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমান সরকার সকল ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘সরকারের নানামুখী শ্রম-কূটনৈতিক তৎপরতার ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী কর্মীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর গড়ে ৭ থেকে ৮ লাখ কর্মী বিদেশ যাচ্ছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জনের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে ১৫৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন