ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিলামের ২৪ ঘণ্টা না পেরোতেই চমক মোস্তাফিজুর রহমানের

আইপিএল মিনি নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি, এর মধ্যেই পারফরম্যান্স দিয়ে নিজের দাম যে তিনি সার্থক—তা আবারও প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। এটি এখন পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

রেকর্ড দামে আইপিএল দল পাওয়ার পরদিনই আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (ILT20) মাঠে নামেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এমআই এমিরাটসের বিপক্ষে ম্যাচে চলতি আসরের নিজের সেরা বোলিং পারফরম্যান্স তুলে ধরেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ।

এমআই এমিরাটসকে চাপে ফেললেন মোস্তাফিজ

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে এমআই এমিরাটস। শুরুটা ভালো হলেও শেষটা রাঙাতে পারেনি দলটি। নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করে ১৩৭ রান। ইনিংসের গতি থামিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল মোস্তাফিজুর রহমানের।

৩০ বছর বয়সী এই পেসার ৪ ওভার বল করে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন। ইকোনমি রেট ছিল ৮.৫০। রান কিছুটা খরচ হলেও উইকেট নেওয়ার ক্ষেত্রে ছিলেন কার্যকর ও ধারাবাহিক।

নিজের আগের সেরাকেও ছাড়ালেন

এই ম্যাচের আগে চলতি আসরে মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিল ২ উইকেট ২২ রান। এমআই এমিরাটসের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার মধ্য দিয়ে সেই রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার সংগ্রহে রয়েছে ৯ উইকেট।

উইকেট তালিকায় শীর্ষে থাকা ওয়াকার সালমানখিলের দখলে রয়েছে ১২ উইকেট। তবে মোস্তাফিজ তার চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন, যা তাকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।

শীর্ষে থাকার লড়াই জমে উঠেছে

এই টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসও শীর্ষস্থানের দৌড়ে টিকে রয়েছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ২টি জয় পেয়েছে দলটি। আজ এমআই এমিরাটসের বিপক্ষে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা গালফ জায়ান্টসের সঙ্গে ব্যবধান আরও কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন