ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইএমএফ ঋণ ছাড়াই রিজার্ভ হবে শক্তিশালী :গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের রিজার্ভ বাড়াতে ধার বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নেওয়ার প্রয়োজন নেই; রিজার্ভ আমাদের নিজেদের প্রচেষ্টায় বৃদ্ধি করতে হবেবৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনেব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়শীর্ষক সেমিনারে তিনিকথা বলেন

গভর্নর জানান, দেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়ত বিশ্বের সর্বোচ্চ স্তরের মধ্যে অন্যতম। তবে তিনি আশ্বস্ত করেন, প্রয়োজনীয় তথ্য কখনো গোপন করা হয়নি এবং ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে।

ড. মনসুর আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। লক্ষ্য হচ্ছে চলতি বছর শেষে রিজার্ভ ৩৪-৩৫ বিলিয়ন ডলারের মধ্যে নিয়ে আসা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ ৩২৪৮২.৮৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৮১৭.৮৬ মিলিয়ন ডলার।

সংবাদটি শেয়ার করুন