ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপি ও জামায়াত ইসলামের মোট ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে তারা ফরম সংগ্রহ করেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম-১০ আসনের জন্য বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের জন্য বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৪ আসনের জন্য জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন।
এছাড়া জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৬ আসনের জন্য বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের জন্য জামায়াতের প্রার্থী মো. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-১৫ আসনের জন্য জামায়াতের প্রার্থী মো. শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির উদ্দিন জানান, এখন পর্যন্ত মোট ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তির সময় ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।




