ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে হাদির সর্বশেষ অবস্থা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আজ বুধবার রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন। দীর্ঘ ফোনালাপে তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাঁর অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে বর্ণনা করেছেন।

এর আগে আজ বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখে আসেন। তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাদির চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন। হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতির অবনতি ঘটায় তিনি গভীর সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই খবর পাওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিচলিত হয়ে পড়েন। তিনি অবিলম্বে হাদির আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শরিফ ওসমান হাদি আমাদের নতুন বাংলাদেশের এক অবিনাশী স্পৃহার নাম। জুলাই বিপ্লবে তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। এই কঠিন সময়ে আমি দেশবাসীকে শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে এই বীর যোদ্ধার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি।”

উল্লেখ্য, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শরিফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি ছিলেন আপোসহীন ও অকুতোভয়। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি গুরুতর আহত হন। পরে সরকারের বিশেষ তদারকিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে পুরো দেশ তাঁর সুস্থতার অপেক্ষায় প্রহর গুনছে।

বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন হাদির শারীরিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তাঁর স্বাস্থ্যের যেকোনো উল্লেখযোগ্য পরিবর্তন সাধারণ মানুষকে দ্রুত জানানোর কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন