ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক টানাপড়েনে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক দীর্ঘদিন ধরে কিছু টানাপড়েনে ভুগছে।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত টানাপড়েন বিদ্যমান। আমরা চাই একটি ভালো কাজের পরিবেশ, কিন্তু তা স্বাভাবিকভাবেই সহজভাবে অর্জিত হবে না।”

তিনি আরও বলেন, “এখন দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তবে কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে এবং আমাদের নিজস্ব অবস্থান রয়েছে।” কূটনৈতিক মিশন ছোট করার সম্ভাবনা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে তার প্রয়োজন দেখা যাচ্ছে না।”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য থামাতে বাংলাদেশ বারবার দিল্লিকে জানাচ্ছে। “তিনি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন, এখন তা প্রধান ধারার গণমাধ্যমেও ছড়াচ্ছে। একজন আদালতের শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা চাই—ভারত যেন তাকে থামায়। এটি করলে আমরা তা ইতিবাচক হিসেবে বিবেচনা করব। নাহলে আমরা ভারতকে জোর করতে পারি না।”

ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার হুমকি দিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূখণ্ডে আশ্রয় দেব— এমনটা এই সরকার অবশ্যই করবে না। আমি মনে করি, বাংলাদেশের কোনো সরকারই তা করবে না। একজন অ্যাক্টিভিস্ট বা রাজনীতিক এমন কথা বলতে পারেন, তবে সেটি সরকারের অবস্থান নয়।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ উল্লেখ করেননি। তৌহিদ হোসেন বলেন, “ভারত সবসময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তারা মনে করে, তাদের সেনাবাহিনী যুদ্ধ করেই বিজয় অর্জন করেছে, অথচ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তা সম্ভব হতো না।”

নিরাপত্তার কারণে বুধবার দুপুরের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে তৌহিদ হোসেন জানান, “আজকে একটি কর্মসূচি ছিল, তাই তারা কেন্দ্র বন্ধ রেখেছে।”

সংবাদটি শেয়ার করুন