আদিত্য ধর পরিচালিত নতুন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই দর্শক মহলে আলোচনার কেন্দ্রে। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বিশেষ করে অক্ষয় খান্নার অভিনয় তাঁকে আলাদা করে নাড়া দিয়েছে। ‘রেহমান বালোচ’ চরিত্রে অক্ষয়ের সাবলীল ও শক্তিশালী উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।
সাম্প্রতিক সময়ে স্মৃতি ইরানি সামাজিক মাধ্যমে অক্ষয় খান্নাকে নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন একেবারে রসিক ভঙ্গিতে। তিনি শেয়ার করেন অক্ষয়ের পুরনো ছবি ‘তিস মার খান’-এর একটি মজার দৃশ্য। সেখানে অক্ষয়কে দেখা গিয়েছিল এক কৌতুকাভিনেতার ভূমিকায়, যিনি অস্কার পাওয়ার স্বপ্নে বিভোর।
ওই দৃশ্য শেয়ার করে স্মৃতি ইরানি মজা করে লেখেন, অক্ষয় খান্না ইতিমধ্যেই সব প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছেন, এবার তাঁকে অস্কার দিয়ে দেওয়া হোক। তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যেও হাস্যরসের ঝড় ওঠে।
এর আগেও ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে একাধিক পোস্ট করেছিলেন স্মৃতি ইরানি। পরিচালক আদিত্য ধর ছাড়াও তিনি সঞ্জয় দত্ত, রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের অভিনয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় সিনেমার ঝলক শেয়ার করেন। সেই পোস্টেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, যা বাড়তি আবেগ যোগ করে আলোচনায়।
উল্লেখযোগ্যভাবে, ‘ধুরন্ধর’ ছবিতে পাকিস্তানের লিয়ারি অঞ্চলের গ্যাংস্টার সংস্কৃতি ও অপরাধজগতের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার ভয়াবহ মুহূর্তগুলি। বিশেষ করে সেই অংশগুলোর নির্মাণশৈলী দর্শকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। অনেকের মতে, এই দৃশ্যগুলি এতটাই রোমহর্ষক যে চোখ সরানো যায় না।




