ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি অভিযোগ করেছেন, গত এক বছরে বাংলাদেশের অনেকেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বিভিন্ন অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং তাদের অতিরিক্ত সহায়তা দেওয়াও ঠিক নয়। আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ চালিয়ে যায়, তবে আমরা চুপ করে বসে থাকব না।”




