ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও বৃদ্ধি করেছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন নির্দেশনা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য থাকবে।
বুধবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ, পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ), এক নোটিশে এ তথ্য প্রকাশ করেছে।
নোটিশে বলা হয়, ‘পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বিমান এবং ভারতীয় সামরিক বিমানের জন্য বন্ধ থাকবে। ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলায় ভারতীয় পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করে। এর জবাবে পাকিস্তান ২৪ এপ্রিল থেকে সব ধরনের ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে পাকিস্তান একাধিকবার এই মেয়াদ বৃদ্ধি করেছে।
পিএএ-এর সর্বশেষ নোটিশের আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ ডিসেম্বর পর্যন্ত ছিল। পাকিস্তানের এই পদক্ষেপের কারণে ভারতীয় ফ্লাইটরুটগুলো দীর্ঘ হয়ে গেছে, যার ফলে বিমানের নির্ধারিত সময়মতো গন্তব্যে পৌঁছানো ব্যাহত হচ্ছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোকে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
এর পাশাপাশি, ২৪ এপ্রিল পাকিস্তানের নিষেধাজ্ঞার জবাবে ভারতও ৩০ এপ্রিল থেকে পাকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের জন্য নিজের আকাশসীমা ব্যবহার বন্ধ ঘোষণা করেছিল।




