আইপিএলের মিনি নিলাম শেষ হতেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়ে নিলামের মঞ্চে কার্যত ঝড় তুলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দরেই আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েছেন গ্রিন।
আসন্ন আইপিএল মৌসুমে বেগুনি-সোনালি জার্সিতে গ্রিনকে দেখা যাবে এ নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। তবে নিলামে এত বড় অঙ্ক উঠলেও বাস্তবে পুরো টাকাটা পাচ্ছেন না এই অজি তারকা, আর এখানেই তৈরি হয়েছে বড় কৌতূহল।
২৫ কোটির দর, প্রাপ্য মাত্র ১৮ কোটি!
বিসিসিআইয়ের একটি নির্দিষ্ট নিয়মের কারণে ক্যামেরন গ্রিনের পারিশ্রমিক সর্বোচ্চ ১৮ কোটি রুপিতে সীমাবদ্ধ থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিমালা অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারের নিলাম মূল্য ১৮ কোটি রুপির বেশি হলেও তিনি এর বেশি পারিশ্রমিক পাবেন না।
সে হিসেবে গ্রিনের ক্ষেত্রে ২৫ কোটি ২০ লাখ রুপির মধ্যে ১৮ কোটি রুপি পাবেন খেলোয়াড়, আর অবশিষ্ট ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআইয়ের প্লেয়ার কল্যাণ তহবিলে।
কেন বিদেশি ক্রিকেটারদের জন্য এই কড়াকড়ি?
বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই এই নিয়ম চালু করেছে বিসিসিআই। সর্বশেষ মেগা নিলামের আগে রিটেনশন নীতিতেও বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ১৮ কোটি রুপিতে বেঁধে দেওয়া হয়েছিল।
এই নীতির ধারাবাহিকতায় মিনি নিলামেও নিয়মটি কার্যকর রাখা হয়েছে, যাতে কোনো বিদেশি ক্রিকেটারের দাম ১৮ কোটির বেশি হলেও তা সরাসরি পারিশ্রমিকে প্রতিফলিত না হয়। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ভারসাম্য যেমন বজায় থাকে, তেমনি খেলোয়াড় কল্যাণ তহবিলও সমৃদ্ধ হয়।
ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে কি একই নিয়ম?
না। এই ‘পারিশ্রমিক ক্যাপ’ নিয়মটি শুধু বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেই প্রযোজ্য। ভারতীয় ক্রিকেটারদের জন্য এমন কোনো সীমা নেই। কোনো ভারতীয় খেলোয়াড়ের নিলাম মূল্য যদি ১৮ কোটির বেশি ওঠে, তাহলে তিনি সম্পূর্ণ অর্থই পাবেন এক্ষেত্রে কোনো কাটছাঁট হবে না।




