ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যাচেষ্টা: তদন্তে নতুন মোড়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে একই এলাকার একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ভুয়া নম্বর প্লেট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এরপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা সম্ভব হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা একাধিকবার পরিবর্তিত হয়েছে। প্রথমে এটি আব্দুর রহমানের নামে থাকলেও পরবর্তীতে শহিদুল, রাসেল, একটি মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং শুভ নামের ব্যক্তির কাছে হস্তান্তর হয়। সবশেষে মোট আটবার হাতবদলের পর হাদিকে হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। উদ্ধার করা মোটরসাইকেলসহ সব আলামত পরবর্তী তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন