মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তার ছেলে কিম আরিস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে প্রকাশিত বিবৃতির পরে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, কারাবন্দি সু চি সুস্থ আছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি এই নেত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অং সান সু চি সুস্থ আছেন। তবে তার স্বাস্থ্য অবস্থার কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।
এর আগে কিম আরিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তার ৮০ বছর বয়সী মায়ের স্বাস্থ্য সম্পর্কে তিনি খুব কম তথ্য পেয়েছেন এবং আশঙ্কা করছেন যে তার অজান্তেই হয়তো তার মায়ের মৃত্যু ঘটতে পারে।
আরিস বলেন, সেনাবাহিনী বলেছে তার মা সুস্থ আছেন, কিন্তু তারা কোনো প্রমাণ, সাম্প্রতিক ছবি, চিকিৎসা যাচাইকরণ বা পরিবারের, চিকিৎসক বা আন্তর্জাতিক পর্যবেক্ষকের প্রবেশাধিকার দিচ্ছে না। তিনি বলেন, “যদি সত্যিই তিনি সুস্থ থাকেন, তারা তা প্রমাণ করুক।”
কিম আরিসের মতে, তার মা অন্তত দুই বছর ধরে কারো কাছে দেখা যায়নি। তিনি বলেন, “তাকে রাজধানী নেইপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে এবং অন্যান্য বন্দিরাও তাকে দেখেননি। গত কয়েক বছরে তার হৃদরোগ, হাড় ও মাড়ির বিভিন্ন সমস্যার তথ্য আমি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্র থেকে পেয়েছি।”
টোকিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, তার মায়ের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং দুই বছরের বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। আইনজীবী এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি। তিনি বলেন, “আমার জানা মতে, তার মৃত্যু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।”




