দেশের ইতিহাসের দুই ভিন্ন সময়ের নৃশংসতার পেছনে একই মানসিকতা ও উদ্দেশ্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্রে কোনো পার্থক্য নেই, উভয়েই রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি।
বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীরা একই চরিত্রের অধিকারী। তারা কখনোই দেশের কল্যাণ চায় না। তাই জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে এমন পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এই অপচেষ্টার সঙ্গে জড়িতরা প্রকৃতপক্ষে দেশের শত্রু। তাদের লক্ষ্য বাস্তবায়িত হলে লাভবান হবে প্রতিবেশী একটি দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তব্যের শেষাংশে বিএনপির এই নেতা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।




