ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টক শোতে ব্যক্তিগত আক্রমণ নয়, সবার সমান সুযোগ নিশ্চিতে ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি অনুষ্ঠানে শালীনতা বজায় রাখার ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কটূক্তিমূলক, অবমাননাকর কিংবা ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সব দল ও প্রার্থীর জন্য সমান সম্প্রচার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নির্বাচন কমিশন মনে করে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি অপরিহার্য। এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত সাক্ষাৎকার, টকশো, সংলাপ বা অন্যান্য অনুষ্ঠানে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ প্রদানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না। এই বিধান অনুসরণ করেই টেলিভিশন চ্যানেলগুলোকে অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে এমন বক্তব্য যেন কোনোভাবেই সম্প্রচার না হয় এবং সব পক্ষের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করেই নির্বাচনি অনুষ্ঠান প্রচার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন