ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে জনশক্তি রপ্তানিতে দালালই বড় বাধা: ড. ইউনূস

বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দালালদের চিহ্নিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দালালদের কারণে বিদেশগামী মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। এই পরিস্থিতি থেকে তাদের রক্ষা করা জরুরি।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শ্রমশক্তি রপ্তানি কার্যক্রম পুরোপুরি দালালনির্ভর হয়ে পড়েছে। পদে পদে দালালদের প্রতারণার ফলে সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এই খাতকে দালালমুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

ড. ইউনূস আরও বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের অভাব দেখা দিয়েছে, অথচ বাংলাদেশের রয়েছে বিপুল তরুণ জনশক্তি। এই তারুণ্য সোনার চেয়েও মূল্যবান সম্পদ। তিনি উল্লেখ করেন, পৃথিবীর অন্য কোনো দেশে এত বিশাল তরুণ জনগোষ্ঠী নেই, ফলে বিশ্বকে বাংলাদেশের দিকেই তাকাতে হবে।

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে দেশে জনশক্তির তীব্র সংকট রয়েছে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেপাল থেকে ৭ হাজার কর্মী নিয়েছে, অথচ বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র ২ হাজার। বিষয়টি তাকে বিস্মিত করেছে। তিনি জানান, বাংলাদেশ চাইলে এক লাখ কর্মী দিতে পারে, শুধু ভাষা শিক্ষা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ দিকে প্রধান উপদেষ্টা বলেন, জাপানের অনেক শহরে ড্রাইভার সংকটে ট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ জমি পড়ে আছে অনাবাদি অবস্থায়। তারা বাংলাদেশকে অনুরোধ করেছে, প্রয়োজনীয় জনশক্তি পাঠাতে, যাতে পরিবহন চালু ও কৃষিকাজ পুনরায় শুরু করা যায়।

সংবাদটি শেয়ার করুন