ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ল বইমেলার পরিধি

বাড়ানো হয়েছে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’র পরিধি। আয়তন এবং স্টলের সংখ্যার হিসেবে এবারের বইমেলাই হবে ইতিহাসের সবচেয়ে বড় বইমেলা। গতবছরের তুলনায় এবারের বইমেলার স্টল ও পরিধি প্রায় ৩০ ভাগের মতো বাড়ানো হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ১ তারিখ থেকে পিছিয়ে ২ তারিখ থেকে শুরু হতে যাওয়া ‘অমর একুশে বইমেলা ২০২০’ এর প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবার বইমেলার ভেতরে চলাফেরার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে আলাদা রাস্তার ব্যবস্থা। এছাড়া বৃষ্টি মোকাবিলায় স্টলের ওপরে টিন ও ত্রিপল লাগিয়েছেন অনেকেই।

বইমেলা নিয়ে বাংলা একাডেমির বইমেলা আয়োজনের সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবার বইমেলা আগের চেয়ে বড় আকারে হচ্ছে। গতবছর ৪১৯টি স্টল ছিল, এবার তা বেড়ে ৫৫৩টি হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে জায়গাও বাড়ানো হয়েছে। এবারের বইমেলায় নতুন নতুন প্রকাশক আসছে। নতুন প্রকাশক আসাতে নতুন পাঠকও বাড়বে।

কবিতাচর্চার প্রকাশক বদরুল হায়দার চৌধুরী বলেন, প্রকাশনা বাড়ায় আমরা আনন্দিত। বইমেলা বইপ্রেমিকদের মিলনমেলা। এখানে যত প্রকাশনা আসবে তত পাঠক আসবে।

স্টল ও প্রকাশনা বাড়ায় পুরাতন প্রকাশকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু প্রকাশক বই বিক্রিতে সমস্যা হবে বলে জানালেও বেশিরভাগ প্রকাশকই প্রকাশনা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন