ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্দেহভাজন হামলাকারীর মধ্যে একজন ভারতীয় নাগরিক

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ঘটে যাওয়া গুলির ঘটনায় সন্দেহভাজন দুজনের মধ্যে একজন ভারতের দক্ষিণাঞ্চল থেকে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত সন্দেহভাজন সাজিদ আকরাম (৫০) সিডনিতে ঘটনার সময় মারা যান। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পরিবারের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত ছিল এবং তাদের ধারণা নেই যে তিনি কোনো উগ্র চিন্তাধারায় যুক্ত ছিলেন।

পুলিশের কাছে জানা গেছে, সাজিদ ও তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ এই হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তালিকাভুক্ত। হামলায় ১৫ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। সাজিদ ভারতীয় পাসপোর্টধারী ছিলেন, তবে তার সন্তানরা অস্ট্রেলিয়ার নাগরিক। তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সাজিদ ১৯৯৮ সালের পর থেকে মাত্র ছয়বার ভারত সফর করেছেন এবং এসব সফরের মধ্যে প্রধানত পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় ছিল।

পুলিশ আরও জানায়, হামলার কয়েক সপ্তাহ আগে সাজিদ ও নাভিদ ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। সেখানে তারা সামরিক প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন বলে কিছু সূত্র দাবি করেছে, যদিও কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেননি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নাভিদ আকরাম ২০১৯ সালে অন্যদের সঙ্গে যোগসূত্রের কারণে কর্তৃপক্ষের নজরে এসেছিলেন, তবে তখন তার সহিংসতায় জড়িত হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

বন্দরাই বিচ হামলায় নিহতদের প্রথম শেষকৃত্যানুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে। মোট ১৫ জন নিহত হয়েছেন এবং ২১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিরাপত্তা সংস্থা ঘটনার তদন্ত ও অভিযোজন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন