ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজ ভেঙে দিলেন ১৬ বছরের আইপিএল রেকর্ড

মোস্তাফিজুর রহমান ২০২৬ সালের আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ছোট নিলামে রেকর্ডমূল্যে তাকে দলে ভেড়িয়েছে কেকেআর। মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দলটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকার সমান। এটি তার আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ নিলামমূল্য।

এর আগে মোস্তাফিজ ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ২ কোটি ২০ লাখ রুপিতে, যা তার আগের সর্বোচ্চ দাম ছিল। ২০১৬ সালে প্রথম আইপিএল নিলামে অংশ নেওয়ার সময় তিনি সান রাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন ১ কোটি ৪০ লাখ রুপিতে। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন এবং তখনই নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারবার নিলামে ওঠেন মোস্তাফিজ। ২০২১ সালে রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি রুপিতে দলে নেয়, এরপর তিন বার বিক্রি হন ২ কোটি রুপিতে। ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন, ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে নাম লেখান। গেল আসরে দল না পাওয়া সত্ত্বেও বদলি হিসেবে দিল্লিতে খেলেছেন।

এইবারও তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, তবে চেন্নাই সুপার কিংস ও কলকাতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলার পর শেষ হাসি হাসে কলকাতা। মোস্তাফিজ এই নিলামে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে আইপিএলে সর্বোচ্চ দাম পান। আগের রেকর্ড ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে, যাকে ২০০৯ সালে কলকাতা দলে নিয়েছিল ৬ লাখ ডলারে, যা তখনকার বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা ছিল।

সাকিব আল হাসান একাধিকবার আইপিএল নিলামে উঠলেও ৪ কোটি রুপির বেশি দাম পাননি; সর্বোচ্চ ৩.২ কোটি রুপি খরচ হয়েছিল কলকাতার। ১৬ বছর অক্ষত থাকা মাশরাফির রেকর্ড এবার ভেঙে দিলেন মোস্তাফিজ, আর সেই গৌরব ফিরল কলকাতারই দলে।

সংবাদটি শেয়ার করুন