ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোট সুবিধার জন্য চালু ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চার লাখ ৫৬ হাজার ৬৪৩ জন ছাড়িয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই নিবন্ধন হয়েছে, যার মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৩৭২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ২৬৯ জন। এ সময় ৬ হাজার ৭২৭ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর অনুমোদিত ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৯১৬ জন।
নিবন্ধন প্রক্রিয়া ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভোটগ্রহণ হবে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা অংশ নিতে পারবেন। নিবন্ধিত ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে এবং ভোট দেওয়ার পর ফেরত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পূর্বের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর হয়নি। তাই এবার আইটি সাপোর্টেড পদ্ধতি চালু করা হয়েছে। প্রবাসী ভোটারদের মধ্যে ইতিমধ্যেই ভালো সাড়া পাওয়া গেছে। তবে আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোট দায়িত্বে নিয়োজিতদের অংশগ্রহণের প্রকৃত আগ্রহ ভোটের সময়ই বোঝা যাবে।
প্রাথমিকভাবে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে টানার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন।




