ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ সদস্যের লা’শ

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের অন্তত ৩০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। ওই হামলাতেই তারা নিহত হন।

সংস্থাটির আশঙ্কা, ওই বাড়িতে হামলার সময় পরিবারের প্রায় ৬০ জন সদস্য অবস্থান করছিলেন। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। উদ্ধারকাজ চলমান থাকায় প্রকৃত সংখ্যা নিশ্চিত হতে সময় লাগবে বলে জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া সালেম পরিবারের বাড়িটিই গাজায় সিভিল ডিফেন্সের নতুন করে শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের উদ্দেশ্য হলো ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।

সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। একটি মাত্র এক্সকাভেটরসহ স্বল্পসংখ্যক যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও এরপর একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে। যুদ্ধবিরতির মধ্যেও চলমান এই সহিংসতা গাজায় মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।

সংবাদটি শেয়ার করুন