স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ—এমন অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, ঘোষিত কাঠামোটি স্বাধীন সংস্কারের পথ না খুলে বরং বিদ্যমান নিয়ন্ত্রণই আরও শক্ত করেছে।
টিআইবি জানিয়েছে, অধ্যাদেশটি বাস্তবে স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ন করেছে এবং এটি একটি লোকদেখানো পদক্ষেপে পরিণত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশিত সংস্কার কার্যকর হওয়ার বদলে কাঠামোগত সীমাবদ্ধতা আরও প্রকট হবে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি উল্লেখ করে, রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, এই অধ্যাদেশ সেই আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। টিআইবির ভাষায়, এটি ছিল বিশ্বাস পুনর্গঠনের সময়, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি।
অধ্যাদেশ অনুযায়ী গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হওয়ার পরিবর্তে সরকারের প্রভাবাধীন কাঠামোতেই আটকে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি। এতে অবসরপ্রাপ্ত ও প্রেষণে নিয়োজিত আমলাদের কর্তৃত্ব বজায় থাকার সুযোগ তৈরি হবে, যা প্রকৃত জবাবদিহিমূলক পুলিশব্যবস্থার পরিপন্থী।
সব মিলিয়ে, টিআইবি মনে করে—জনস্বার্থ ও সংস্কারের চেতনা প্রতিফলিত না হওয়ায় এই অধ্যাদেশ বাস্তব পরিবর্তনের বদলে সংকটই গভীর করবে।




