ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাথমিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থায় কিছুটা অবনতি হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন তার ভাই ওমর বিন হাদি। তিনি জানান, প্রয়োজনীয় সব মেডিকেল টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং হাদিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরবর্তী চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে ওমর বিন হাদি বলেন, হাদির আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় সেই অপারেশন করার মতো পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আগে থেকেই সব প্রস্তুতি থাকায় হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।
চিকিৎসাকালীন সময়ে হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি ও ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তারা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে হাদির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। একই সঙ্গে তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকিতে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।




