ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যোগ্য নেতৃত্ব উপেক্ষা করলে ভয়াবহ বিপর্যয় আসবে: পাবনায় জাকারিয়া পিন্টুর

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন না করলে দল ও দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টু। তিনি দাবি করেন, স্বাধীনতাবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাকারিয়া পিন্টু বলেন, স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তি নতুন করে সংগঠিত হচ্ছে এবং তারা দেশ ও বিএনপির বিরুদ্ধে গভীর চক্রান্তে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, নির্বাচন ভণ্ডুল করতে নানা অপচেষ্টা চলছে এবং বিদেশ থেকেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এমন সংকটময় সময়ে মনোনয়নে যদি ত্যাগী, পরীক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে বাধ্য।

পাবনা-৪ আসনের মনোনয়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যাদের প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তারা অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না। ত্যাগ ও জনপ্রিয়তা ছাড়াই তারা শুধু পদ-পদবির জন্য রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি।

জাকারিয়া পিন্টু স্পষ্ট ভাষায় বলেন, এ ধরনের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। দলের ভেতরে ন্যায্য অধিকার আদায় না হলে প্রয়োজনে বিদ্রোহী অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম ফজলুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা এবং বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ফারুক আহমেদ খান। অনুষ্ঠানজুড়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন