ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের দলে মুস্তাফিজ, নিলামে উঠল নতুন রেকর্ড

আইপিএলের নিলামে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স, আর সেই সঙ্গে তিনি গড়েছেন নতুন ইতিহাস। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজকে কিনেছে ৯ কোটি ২০ লাখ রুপিতে, যা আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

এর আগে সর্বশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তার পরিবর্তে দিল্লির জার্সিতে নামেন তিনি। যদিও ওই মৌসুমে মুস্তাফিজকে নিলাম থেকে কেনা হয়নি, তবুও তিনি ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে খেলেছিলেন—যা তখনই বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল।

নিলাম থেকে কেনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দীর্ঘদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। সাবেক এই অধিনায়ককে এক সময় ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হার অনুযায়ী প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই রেকর্ড ভেঙে নিজের নামেই নতুন ইতিহাস লিখলেন মুস্তাফিজ।

ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, সেখান থেকে দাম বেড়ে ৯ কোটি ২০ লাখে পৌঁছানোটা মুস্তাফিজের জনপ্রিয়তা ও কার্যকারিতারই প্রমাণ। মজার ব্যাপার, রেকর্ড ভাঙার ক্ষেত্রেও দল একই কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে এটি মুস্তাফিজের ষষ্ঠ দল। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৬ সালে সানরাইজার্সের হয়ে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। প্রথম মৌসুমেই ১৭ উইকেট নিয়ে জিতেছিলেন উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। নতুন দলে নতুন রেকর্ড—৩০ বছর বয়সী মুস্তাফিজের আইপিএল যাত্রায় যুক্ত হলো আরেকটি স্মরণীয় অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন